নড়াইলে টিউবওয়েলের পাইপে দিয়ে গ্যাস বেরুবার খবর পাওয়া গেছে। সে গ্যাস দিয়ে রান্না-বান্নার কাজও চলছে। গ্রামের ভেতর এমন ঘটনা দেখতে ভিড় করছে এলাকার সব বয়সী মানুষ। ইতিমধ্যে এ ঘটনা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের উত্তর পাড়া আকবর মোল্যার (৫০) বাড়িতে।
এ খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে বিষয়টির খোঁজ-খবর নিতে গিয়ে দেখতে পায় কমলাপুর গ্রামের উত্তর পাড়া আকবর মোল্যার (৫০) বাড়ির উত্তর পাশে অকেজো টিউবওয়েলের পাইপ দিয়ে এ গ্যাস বের হচ্ছে।
এ সময় আকবর মোল্যা জানান, আমার টিউবওয়েলটি প্রায় একমাস ধরে নষ্ট হয়ে পড়েছিল। গত ২৩ এপ্রিল শুক্রবার মেরামতের জন্য টিউবওয়েলের মাথাটি খোলা হয়। এরপর পাইপের ভেতরে শব্দ হচ্ছে শুনে আমার ছেলে ইয়াদ একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে পাইপের মুখে ধরলে দপ করে আগুণ জ্বলে উঠে। সেই হতে এ পাইপ দিয়ে অনবরত গ্যাস বেরিয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, এ গ্যাস দিয়ে বাড়ির লোকেরা ভাত রান্না করেছে, ছেলে-পুলেরা চা বানাইয়েও খাইছে। আমরা এ অবস্থা দেখে ৯৯৯ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা গত রবিবার এসেছিলো। তারা বললো এটা বায়োগ্যাস হবে, ২/১ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রায় ৪-৫ দিন হলো এখনও একইভাবে গ্যাস বেরুইয়ে যাচ্ছে। আমরা আতঙ্কে আছি।
বাড়ির মালিক আকবর মোল্যা আরো জানান, আমার বাড়িতে টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বেরুচ্ছে এ দেখতে অনেক মানুষ ভিড় করছে। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে না আনলে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি জানান।
এদিকে গত ২৫ এপ্রিল নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টারের নিকট মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি জানান, আমরা সরেজমিনে গিয়েছিলাম। এটা তেমন কিছু না। অনেক দিন টিউবওয়েল বন্ধ থাকার কারনে এধরনের শব্দ হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে।