মোঃ আনোয়ার হোসেন: মানবতার দেয়াল সংগঠনের পক্ষ থেকে আজ ২৭/০৪/২০২১ ইং রোজ মঙ্গলবার দিনব্যাপী সর্বোচ্চ তাপমাত্রা মাথায় নিয়ে গরীব অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী।
পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের মানবতার দেয়াল সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায়, ও নিম্ন আয়ের প্রায় ২০০ এর অধিক পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয় নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে।
০২ সেপ্টেম্বর ২০১৯ইং সালে প্রতিষ্ঠিত হয় এই মানবতার দেয়াল সংগঠন। মোঃ সাঈদ খোকনের
সার্বিক সহযোগিতায় একটি ছোট্ট টিম তৈরী করে নিজ এলাকার অসহায় মানুষের পার্শে থেকে তাদের যে কোন বিপদে আপদে সবসময় নিয়োজিত ছিলেন সাঈদ খোকন,তৈরী করেন একটি সংগঠন মানবতার দেয়াল। এ পর্যন্ত প্রায় আট বার বিভিন্ন সময়ে ত্রান সামগ্রী বিতরন করে এ সংগঠন।
এতে এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গের অনেকেই আর্থিক ভাবে সহযোগিতা করেন এবং বিভিন্ন বিষয়ে উপদেশমূলক দিকনির্দেশনা প্রদান করেন। খাদ্য,বস্র,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, এগুলো নিয়েই কাজ এ সংগঠনের। সার্বিক ও আর্থিক ভাবে সহযোগিতায় ছিলেন
মোঃ বশির আহমেদ, মোঃ মনজু,মোঃ রিদয়, মোঃ মোসলেম গাজী, আরিফ, জুয়েল রানা, আনোয়ার, সাঈদ খোকন,জাকারিয়া হাঃ রবিউল,মোঃ সাইফুল ইসলাম, জাকারিয়া সিকদার,তানভীর, মিজানুর, আহেদুল,বাশার, আমিন মোঃ, আবু সালেহ, ওবায়দুল হক,ও নাম প্রকাশে অনিচ্ছুক আরো ৫/৬ জন।
আজকের এই আয়োজনে এলাকার ছাত্র বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার বিতরন করে এরা হল,,
মোঃ হেলাল, ও জাহিদ,শাকিল,মিরাজ,মেহেদী হাসান,সুমন,রনি,সুজন,রাকিব,ইলিয়াস, ইমরান, নাসির হোসেন, সহ আরো নাম না জানা অনেকে।
রমজান উপলক্ষে এই ঈদের উপহার বিতরন করা হয়।
এ প্যাকেজে যা যা ছিল।
১, চাল ৫ কেজি
২. ডাল ১ কেজি
৩. চিনি ১ কেজি
৪. খেজুর ০.৫ কেজি
৫. চিড়া ১ কেজি
৬. ছোলা/বুট ১ কেজি
৭. আলু ১ কেজি
৮. পিয়াজ ১ কেজি
৯. তেল ১ লিটার
১০. ট্যাং ২৫০ গ্রাম
১১. গুড়া দুধ ২৫০ গ্রাম
১২. সেমাই ২৫০গ্রাম। এলাকার গুনীজনদের দোয়া ও সহযোগিতা কামনা করে এ সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদ খোকন।