আগামী কাল তৃতীয় বারের মতো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার নির্বাচন ব্যাপক সাফল্য অর্জন করার পর আগামী বুধবার,০৫,০৫,২০২১, তারিখে তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় মোট,২১৪,টি আসন এ জয়লাভ করেছে।মোট আসন সংখ্যা ছিল,২৯৪,টি। তার মধ্যে নির্বাচন হয়েছিল মোট,২৯২,টি আসন এ। তার মধ্যে তৃণমূল কংগ্রেস একক ভাবে পেয়েছে মোট,২১৪,টি আসন। তার প্রতিপক্ষ বিজেপি পেয়েছে মোট,৭৭,টি আসন। এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট পেয়েছে মাত্র,০১,টি আসন। অন্যান্য পেয়েছে,০১,টি আসন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল কে ব্যাপক সংখ্যায় আসন নিয়ে দিলে কি হবে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা ও প্রার্থী শুভেন্দু অধিকারী র কাছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্র থেকে,১৬৫৩,টি ভোট এ পরাজিত হয়েছেন।এ যেন সাত ফোটা দুধে এক ফোটা চোনা পড়ার সমান হয়েছে পশ্চিম বাংলার মানুষের কাছে। তবে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করাবেন পশ্চিম বাংলার মাননীয় রাজ্যপাল জগদীশ ধনকড়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও তার মন্ত্রী সভার সদস্যদের শপথ পরে হবে বলে জানিয়েছেন। তবে আগের মতো পশ্চিম বাংলার বিধানসভা র অধ্যাপক হিসেবে যোগ দেবেন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তৃনমূল কংগ্রেস মুখ্যসচেতক হিসেবে কাজ করবেন শ্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং প্রোটম ইস্পিকার হিসেবে কাজ করার জন্য বলা হয়েছে বিধান সভা র বয়োজ্যেষ্ঠ বিধায়ক শ্রী সুব্রত মুখোপাধ্যায়। এবং আগামী,০৬,০৭, তারিখ এ সমস্তো, বিধায়করা বিধান সভায় উপস্থিত হয়ে শপথ নেবেন। তবে এখন পর্যন্ত বিধান সভায় বিরোধী দলের নেতা কে হবেন তা ঠিক হয়নি বিজেপি র পক্ষ থেকে। সেই সঙ্গে যে দুটি যায়গায় প্রার্থী মারা গেছেন সেখানে আগামী,১৬,ই মে নির্বাচন হবে।এর মধ্যে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ও সমশেরগঙ্গ বিধান সভা কেন্দ্রে।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।