রেজাউল ইসলাম, মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুরঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে ৫ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাংবাদিক নাসির মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান ও উপদেষ্টা ফজলুল হক মনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি প্রফেসর ফারুক হোসেন, মোস্তফা কামাল বুলেট,আব্দুর রহমান নোমান, মোঃ নাসির,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ মোঃ রুম্মান হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তারেক প্রমূখ।
বক্তারা ১৪ দফা বাস্তবায়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি দাবী জানিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক শপথ বাক্য পাঠ করেন।