হাফিজুর রহমান শিমুলঃ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ফেরা এবং প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইন থাকা ১শত ২ জন ব্যক্তির সার্বিক খোজ খবর নিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রবিউল ইসলাম। রবিবার (৯ মে) বেলা ১১ টায় উপজেলার নলতা আহছানিয়া মিশনের গেষ্ট হাউজে প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইন থাকা ব্যক্তিদের তিনি শারীরিক অবস্থার খোজ খবর নেন। তাছাড়া তাদের কোন প্রকার সুবিধা, অসুবিধা হলে সংশ্লীষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে জানানোর আহবান জানান । পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, নলতা আহছানিয়া মিশনের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য, এমজে এফ এর কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।
উল্লেখ্য যে, মহামারী করোনার ২য়ধাপ মোকাবেলায় দেশের পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা তৎপর ঠিক এমন সময়ে ভারত থেকে বিভিন্ন ভিসায় আগত ১ শত ২ জন নারী পুরুষ দেশে প্রবেশ করেছে। যে সময় মহামারী করোনা ভাইরাসে বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করা ভারতে ব্যপকভাবে আক্রান্ত হচ্ছে।