মোঃ আবু তৈয়ব : দূর পাল্লার বাস বন্ধ থাকা সত্ত্বেও বাড়ি ফিরছেন মানুষ,মাইক্রোবাস, পিকআপ ট্রাক কভার ভ্যানের ছাদে করেও যেতে দেখা যায়কতটা ভোগান্তি ভোগতে হয়েছে তিন চার গুণ ভাড়া বৃদ্ধি দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিবারের মাইয়ায় বাড়ি যায় ।মানুষের একটাই দাবি স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস খুলে দেওয়া হোক । তাতে করে ঝুঁকি আরো কমবে বলে জানান তারা । বর্তমানে দূরপাল্লার বাস বন্ধ থাকায় মাইক্রো হাই গুলোতে ৩_৪ গুন ভাড়া বৃদ্ধির পাশাপাশি ৪ জনের সিটে ৫ জন্য নিচ্ছে । তাতে করে ঝুঁকি আরো বাড়ছে। দূরপাল্লার বাস খুলে দেওয়া হলে
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যেতে ভোগান্তির সম্মুখীন হতে হবে না।মা বাবা ছেলে মেয়ের সাথে ঈদের ছুটি কাটাতে চান সকলেই , ঈদ মানে খুশি আনন্দ কিন্তু মহামারী করোনা ভাইরাস জীবন যাপন কতটা কঠিন করে তুলেছে তা হয়তো সকলের অকল্পনীয় ।দীর্ঘদিন মার্কেট গুলো বন্ধ থাকায় নিরাশ্রয় হয়ে পড়েছিলেন কাপড় দোকান ব্যবসায়ীরা হঠাৎ সরকারসিদ্ধান্ত দেন স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার ।
স্বস্তি ফিরে পাই লাখ লাখ ব্যবসায়ী ।বেচাকেনায় সন্তুষ্ট মোটামুটি ব্যবসায়ী covid-19 এই মহামারীর দুর্যোগের সময়ে ,ছেলে-মেয়ের আশা পূরণ করতে মার্কেটগুলোতে ভিড় করেছেন কাস্টমার ।