মো:সোহেল খান: মায়ের হত্যায় ছেলের মামলা বাবা গ্রেপ্তার ঈদের সকালে পারিবারিক কলহের জের ধরে দ্বন্ধের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন বিবি ফাতেমা।
এমন নির্মম হত্যাকাণ্ডের এক দিনের মধ্যে শনিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঘাতক নুরুল আমিন সবুজকে।
রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম)।
গ্রেফতারকৃত নুরুল আমিন সবুজ পেশায় একজন অটোরিকশা চালক। ঘটনার পর থেকে নুরুল আমিন সবুজ পলাতক ছিলেন।
এ ঘটনায় গত শুক্রবার সকালে নিহতের ছেলে মো. মিলন (৩০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মে) সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকায় বিবি ফাতেমা (৪৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাঘায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। পরবর্তীতে স্থানীয়দের দেয়া খবর পেয়ে ভোর ৬ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তবে পুলিশের ধারণা বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে । নিহত ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লাহর মেয়ে।
থানা পুলিশ সুত্র থেকে জানা যায়, পারিবারিক দ্বন্ধের পর ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করার ঘটনা স্বীকার করেছে ঘাতক নুরুল আমিন সবুজ । সে আদালতে স্বীকারোক্তি দিতেও রাজি হয়েছে ।