হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের পল্লীতে ঋণের বোঝা সইতে না পেরে বাঁশতলা বাজারে নিজ দোকানে ফ্যানের সাথে অপু বিশ্বাস (৩৫) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি শনিবার(১৬ মে-২১) গভীর রাতে ঘটেছে। নিহত যুবক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অনিরুদ্ধ কর্মকার এর ছেলে। অপু পেশায় বিকাশ এজেন্ট ও ফ্লেক্সি লোডের ব্যবসায়ী করতো। বাঁশতলা বাজার বনিক সমিতির সভাপতি জয়দেব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপু একটা অমায়িক ছেলে ছিল।ঋনের জ্বালায় সে জর্জরিত ছিল এবং প্রায়শঃ কোম্পানীর এজেন্টের সাথে ঋন সংক্রান্ত ঝামেলা লেগেই থাকতো এটা অনেকে জানে। থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন থানার উপ পরিদর্শক শিহাব ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্ত শেষে মর্গে প্রেরণ করেছেন।