হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের সীমান্ত এলাকা থেকে আমাদানী নিষিদ্ধ গলদার রেনু ও প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতে আটককৃতদের একলক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেন।
আটককৃতরা হলেন জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে প্রাইভেটকার চালক মিল্টন হোসেন (২৮), একই উপজেলার নাংলা গ্রামের জামাল উদ্দীন তরফদারের ছেলে রবিউল ইসলাম তরফদার (৩৫) ও একই গ্রামের জিয়াদ আলী মিস্ত্রির ছেলে আদর আলী(৪৭)। রতনপুর বাজারের ব্যবসায়ি আবুল কালাম, শাহ আলমসহ কয়েকজন জানান, একটি পাচারকারি চক্র দীর্ঘদিন ধরে কালিগঞ্জের বাঁশঝাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধপথে আমদানি নিষিদ্ধ গলদা রেনু নিয়ে কুলিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলো। এরই অংশ হিসেবে রবিবার(১৭ মে) ভোর সাড়ে চারটার দিকে বাঁশঝাড়িয়া থেকে কালিগঞ্জগামী গলদা রেনুপোনা ভর্তি ঢাকা মেট্রো-গ-১১-৩৫৬৩ নম্বর প্রাইভেটকার আটক করেন তারা। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তরন সরকারের নেতৃত্ব পুলিশ এসে ওই প্রাইভটকারে থাকা তিনজন পাচারকারিকে আটক করনে। গাড়ির মধ্যে পাওয়া যায় ৫২ পলি গলদার রেনু পোনা।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক তরন সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত তিন চোরাচালানীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভটকারটি বাজয়াপ্ত ঘোষনা করেন। আটককৃত গলদা রেনুপোনার আনুমানিক মুল্য ১০ লাখ টাকা। পরে গলদার রেনু পোনাগুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার উপস্থিতিতে কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়। তবে শেষ খবরে জানা গেছে ধৃতরা জরিমানার এক লাখ টাকা পরিশোধ করে তিনজন আসামী মুক্তি পেয়েছেন।