পটুয়াখালীতে দৃষ্টিনন্দন আধুনিক লেক।।মানুষের কল্যাণে প্রতিদিন
আপডেট টাইম :
রবিবার, ১৬ মে, ২০২১, ৮.২৩ পিএম
১৯০
বার পঠিত
সালাউদ্দিন রুবেলঃ পটুয়াখালীর জনতার মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ এর উদ্যোগে অতি শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে, পটুয়াখালীর পুরাতন জেলখানা সংলগ্ন এরিয়ায় দৃষ্টিনন্দন আধুনিক লেক, ব্রিজ, ক্যাফে ও নতুন দৃষ্টিনন্দন পটুয়াখালীর সেই ঐতিহ্যবাহী সিংগারা পয়েন্ট।
এবং ইতিমধ্যেই পটুয়াখালীর জেলখানা সংলগ্ন লেক ও পুকুর উন্নয়নের কাজ শুরু হয়েছে।