মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অথবা মেয়েদের এগিয়ে যাওয়ার পথে সামাজিক বাধা পদে পদে। শিক্ষিত ও সভ্য মানুষদের বাধাটা অন্য রকম হয়। সেগুলো অনেক পরিকল্পিত হয়, জটিল হয়। পেরোনোটা কঠিন। এর মধ্যে বয়স কম হলে গুরুত্ব দেয় না। অনেক রকম জটিলতার মুখোমুখি হতে হয়। তবে এই সব মোকাবিলা করার জন্য সবার আগে সৎ সাহসের প্রয়োজন। হার না মানার মানসিকতা থাকতে হবে। কারণ, মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে অথবা মেয়ে এগিয়ে গেলে আরও শত শত জন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান। এ ছাড়া সব সময় হালনাগাদ থাকতে হবে। জানতে হবে বুঝতে হবে।আমি কবির নেওয়াজ রাজ মনে করি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। তাই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং মেয়েদের বলছি হার না মানার মানসিকতা থাকলে কোন একদিন জয় হবেই ইনশাল্লাহ।
কলামিষ্ট কবির নেওয়াজ রাজ
এমএসএস’রাষ্ট্রবিজ্ঞান,সিসি’জার্নালিজম,এলএলবি।