ঢাকা বৃহস্পতিবার ২০ মে ২০২১: স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ওপর বর্বরোচিত হামলা পরবর্তী মিথ্যা মামলা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি নি:শর্ত মুক্তির দাবি করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়। বিএমএসএফের পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে আন্দোলন চলমান রাখা হয়েছে।
বৃহস্পতিবার ২০ মে সকাল ১০-১১টায় দেশব্যাপী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় রোজিনা ইসলামের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ, সাজানো মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি, বিচার বিভাগীয় তদন্ত, দূদক কর্তৃক হামলাকারীদের আর্থিক সম্পদের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে ঢাকাসহ সাভার, গাজীপুর, শ্রীপুর, নরসিংদী, ময়মনসিংহ,ভালুকা, চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিন, জামালপুর, কক্সবাজার, মহেশখালী, উখিয়া, পাবনা, রাজশাহী,নীলফামারী, সৈয়দপুর, গাইবান্ধা, পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী, ঝালকাঠির রাজাপুর,কাঠালিয়া, নোয়াখালীর সুবর্ণচর, খুলনা, বাগেরহাট,পটুয়াখালী, বাউফল, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালি, ভোলা, বোরহানউদ্দিন, বরগুনা, বরিশাল, বাকেরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, গাইবান্ধা, সাঘাটা, সিলেটের বিশ্বনাথ, মাদারীপুর, কালকিনি, শিবচর, মুন্সিগঞ্জ, হাইমচর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশের খবর পাওয়া গেছে।
প্রতিবাদ-সমাবেশ বলা হয়, আমরা সরকারের বিরুদ্ধে নই; শুধুমাত্র সরকারের মাঝে লুকিয়ে থাকা সরকার বিরোধী-দূর্ণীতিবাজদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধটা চলবে। সাংবাদিকদের হারানো সম্মাণ-ঐতিহ্য রক্ষার আন্দোলন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ আন্দোলনে সাংবাদিক রোজিনার ন্যায়বিচারের স্বার্থের আন্দোলন। দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ বিএমএসএফের ১৪ দফা বাস্তবায়নের দাবি করা হয়েছে।
বিএমএসএফের ডাকে প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়।