মোঃ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে দক্ষিণ নাংলা গ্রামে বন্যা কবলিত এলাকায় দুই শতাধিক (প্রায়) মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে অত্র এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
খাদ্যদ্রব্য পেয়ে স্থানীয়রা অনেকটাই আনন্দ প্রকাশ করে।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন।