লিয়াকতঃ আড়ানী পৌরবাসীকে দেওয়া নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দুই বারের সফল মেয়র মোঃ মুক্তার আলী।
আমি পৌর পিতা নয়, আমি জনগণের সেবক হয়ে করতে চাই। আর সেই লক্ষে পৌর এলাকায় নানা উন্নয়ন মুখি কাজ করে যাচ্ছেন তিনি।
এরিধারাবাহিকতায় সকাল ১০ টার সময় আড়ানী বাজারের আরসিসি ঢালাইকৃত রাস্তার নির্মান কাজের পরির্দশন করেন।
এ সময় তিনি কাজের মান ও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
গত শুক্রবার (২১ মে)আড়ানী পৌর বাজারে রড, সিমেন্ট, পাথর মিশ্রনের মধ্য দিয়ে ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যায়ে ৭ শ’ মিটার রাস্তার উদ্বোধন করে ব্যবসায়ীদের দাবি পুরণ করেছেন মুক্তার আলী।
মেয়র মুক্তার আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নশীলের দিকে এগিয়ে চলেছে। তার অনুপ্রেরণায় প্রাণপ্রিয় নেতা স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকা (চারঘাট-বাঘায়) অভুত পূর্ব উন্নয়ন করে চলেছেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর সভার সকল কাউন্সিলর, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্প্রাদক যথাক্রমে শ্রী সনত কুমার এবং আব্দুল আজিজ, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ শামিম সরকার, শিক্ষক রাম গোপাল সাহা, নাজমুল হাসান, নয়ন আলী ও জিন্নাহসহ বাজারের স্থায়ী ব্যবসায়ী বৃন্দ।