হাফিজুর রহমান শিমুলঃ মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ দিতে পারেনা,, ভুপেন হাজারীকার সেই গানের কথা বলতে হয়। সমাজে বিত্তবান আর অঢেল সম্পদের মালিক থাকলেও অসহায়দের কল্যাণে সবাই এগিয়ে আসেনা। তবে বে-সরকারী উন্নয়ন সংস্থা ও নারী উন্নয়ন সংগঠন প্রেরণা”র উদ্যোগে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহা, চিংড়া, পাঁচবাড়িয়া, হোসেনপুর ও হোগলডাঙ্গা এলাকার পানিবন্দী পঞ্চাশ পরিবারের মাঝে চিড়া, মুড়ি, বিস্কুট ও বাতসা বিতরণ করা হয়। প্রেরণা’র নির্বাহী পরিচালক শিক্ষিকা শম্পা গোষ্মামী ও কর্মী কর্মকর্তাদের নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগন।