লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগর এলাকাকে কিশোর অপরাধ ও অশ্লীলতা মুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
মহানগরীর বিভিন্ন স্পটে ইউটিউবে প্রদর্শনের জন্য উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া যুবক-যুবতী বিভিন্ন অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানাচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম গত ১ জুন সন্ধ্যা হতে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরীর বিশেষ বিশেষ স্পট যেমন পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্বর এলাকা হতে মোসাঃ আরোশী আক্তার ওরফে মুন্নি ওরফে চেতনা খাতুন, মোসাঃ সাথী খাতুন, জান্নাতুল ওরফে লাবনী, এস এম শিহাব ওরফে অন্তর, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান ওরফে মেহেদি, মোঃ শরিফুল ইসলাম মোঃ ইশতিয়াক আহমেদ ওরফে রিফাত, মোঃ লালন শাহ- দেরকে আটক করেন।
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এই তথ্যগুলো দেন। এ সময় তিনি বলেন, এ সকল অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি টিকটকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে বলেন, এসকল কর্মকান্ডের ফলে মানবপাচার অথবা দুষ্ট চক্রের হাতে পড়ে দেশের বাইরে পাচার হতে পারে, মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হতে পারে, মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হতে পারে, নৈতিক অবক্ষয় ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।