ঢাকা রোববার ১৩ জুন ২০২১: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লার দেবিদ্বারে ২১ সদস্য বিশিষ্ট শাখা গঠন করা হয়েছে। দৈনিক কালেরকন্ঠের এবিএম আতিকুর রহমান বাসারকে আহবায়ক ও দৈনিক সমকালের সৈয়দ খলিলুর রহমানকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
এ উপলক্ষে বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সম্পাদক সোহাগ আরেফিনের নেতৃত্বে দেবিদ্বারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের মতামতে এ কমিটি গঠিত হয়।
কমিটির অপরাপর সম্মানিত সদস্যরা হলেন দৈনিক নয়াদিগন্তের মোঃ ফখরুল ইসলাম সাগর, দৈনিক যুগান্তরের মোঃ আক্তার হোসেন,
দৈনিক ইত্তেফাকের মোঃ ইকবাল হোসেন রুবেল,দৈনিক রূপসী বাংলার মোঃ মাসুদ রানা, দৈনিক তৃতীয়মাত্রার এআর আহমেদ হোসাইন, দৈনিক মাতৃভূমির খবরের মোঃ আনোয়ার হোসাইন, দৈনিক ভোরের পাতার মেহেদী হাসান রিয়াদ, দৈনিক করতোয়ার মামুনুর রশিদ, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ বিল্লাল হোসেন,
এশিয়ান টিভির মোঃ নেছার উদ্দিন ও
মাইটিভির ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম সজিব।
এছাড়া বাকি সদস্যদের অন্তর্ভূক্ত করে আগামি এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের শর্তে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর রোববার এ কমিটি ঘোষণা করেন।
এ কমিটির সদস্যরা সকল প্রকার সাংবাদিক নির্যাতন ও হয়রাণীর বিরুদ্ধে সোচ্চার থাকবেন।