হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে মহামারী করোনার উপসর্গ নিয়ে বুধবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম (৪০) মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহি… রাজিউন)। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের আশরাফ আলী সরদারের জ্যেষ্ঠ পুত্র।
মৃত্যুকালে সাইফুল ইসলাম পিতা-মাতা, স্ত্রী, ৬ষ্ঠ শ্রেনী ও প্রথম শ্রেণিতে পড়ুয়া ২পুত্র, ১ ভাই, ২ বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। হাসপাতাল ও পরিবার সুত্রে জানাগেছে,, প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর অনুভব করে নিজ বাড়ীতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে থাকেন। কিন্তু ১৬ জুন বুধবার সকালে সাইফুল ইসলাম এর অবস্থা বেশ খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের প্রায় সকল লক্ষণ দেখে রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরায় রেফার্ড করে দেন। সেখান থেকে ফেরার পথে ভোর সাড়ে ৫ টার দিকে ভাড়াশিমলা নামক স্থানে পৌঁছালে ইলিকট্রিশিয়ান সাইফুল ইসলাম এর করুন মৃত্যু হয়। সাইফুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবার তথা এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।