মহান সৃষ্টিকর্তার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি “আলহামদুলিল্লাহ”। হাটি, হাটি পা, পা করে হাসি আনন্দ, সুখ দুঃখের মধ্য দিয়ে পার করতে যাচ্ছি আরও একটি বছর। সারাটি জীবন মানুষের ভালোবাসা টুকুই আমার একান্ত চাওয়া ছিল। আমার অনেক তিক্ত অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে বটে। কিন্তু প্রাপ্তীর খাতাটাও একেবারে শুন্য নয়। সবসময় অল্পতে তুষ্ট থেকেছি এবং পরিস্হিতির সাথে মেনে ও মানিয়ে নিয়ে চলেছি সাবলীলভাবে হাঁসিমুখে। তাই হতাশা আমাকে কখনো গ্রাস করেনি বরং মানষিক প্রশান্তিতে মনটা ভরপুর থেকেছে বেশিরভাগ সময়। এভাবেই সবার থেকে বিদায় নিতে হবে একদিন, বিদায় নিতেও চাই। আজ ১৮ ই জুন আমার ভুমিষ্টদিন। মহামারী করোনা আর লকডাউন চলমান রয়েছে। করোনা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের কঠোর অভিযান অব্যহত রেখেছেন। তাই ভুমিষ্টদিন উপলক্ষ্যে ক্ষুদ্র পরিসরে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি ছিলো কিন্তু সেটাও বিধিবাম। তবে ২০২২ সালের ১৮ জুন পর্যন্ত বেঁচে থাকলে বড় পরিসরে সকলে একত্রিত হওয়ার প্রত্যয় ব্যাক্ত করছি। সেই সাথে সকলের কাছে আমার ও আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া চাচ্ছি।
পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, হে আল্লাহ তুমিই মহান, তুমিই মহা- ক্ষমতাধর। তুমি ক্ষমাগুনে আমাদের হৃদয়ের সকল কালি, গ্লানি, অহংকার ও দাম্ভিকতা মুছে দিয়ে সুবিশাল ও হেদায়েত করে দাও। আমীন
লেখকঃ হাফিজুর রহমান শিমুল
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মানুষের কল্যাণে প্রতিদিন।