গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মেম্বার প্রার্থীদের মধ্যে সংর্ঘষে দুই প্রার্থীসহ ২০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোমবার সন্ধ্যায় চিকনিকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে। গুরুতর আহত ৮জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধেঁ। সংর্ঘষে বিবেকা নন্দ দেবনাথ (৩৫), মো.রাসেল গাজী(২৬), মো.হোসেন গাজী(৫৫), সিরাজুল হাওলাদার (২০), মো.মিঠু হাওলাদার (২৫), মোশারফ গাজী (৩৯), অঙ্কন পাল (২৭), বিশ্বজিৎ দেবনাথ (২৮), মিরাজ গাজী(২৩), মো.জাকির গাজী (৪৫), সাইদুল গাজী(৩৮), বেল্লাল গাজী(৪০), রহমান চৌকিদার (৪৩), রবিউল মোল্লা(৬০), নকুল দেবনাথ(৩০), সবুজ দুয়ারী(৩০), মিলন মৃধা(৪৭)সহ ২০জন আহত হয়। নির্বাচনে বিজয়ী আহত বিবেকা নন্দ দেবনাথ জানান, প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন মৃধা বহিরাগতদের নিয়ে আমরা সমর্থকদের ওপর হামলা করে। অপর দিকে মিলন মৃধা অভিযোগ করেন বিবেকা নন্দের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা করে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।