সিএমপি’র বাকলিয়া থানার অভিযানঃ ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০২টি লম্বা কিরিচ সহ ০৩জন গ্রেফতার
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) এর সর্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আমিনুল ইসলাম ও সহকারি পুলিশ কমিশনার (চকবাজার জোন) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে জোরারগঞ্জ থানা এলাকায় ও ঢাকা মহানগর পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ এয়াকুব (৫০), মোঃ ওসমান আলী (৩৫) ও মোঃ মাসুদ আলম (৩৬) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সহিত জড়িত এবং ঘটনাস্থলে দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মর্মে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ২টি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।