কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, আগামী নভেম্বর এর মধ্যে নবম ও দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের মধ্যে বিলি করা হবে পশ্চিম বাংলা সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সবুজ সাথীর, ১২,লক্ষ, বাই সাইকেল ও ট্যাপ মোবাইল। যায় ফলে উপকৃত হবে কয়েক লক্ষ পড়ুয়া। এর আগে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি ছাত্র ও ছাত্রদের মধ্যে বিলি করা হয়েছিল বাই সাইকেল। এবার তার অন্যথা হবে না। বর্তমানে কোভিড কোরনা ভাইরাস এর জেরে প্রায় এক বছর বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে সরকারি ও বেসরকারি বিদ্যালয় ও ইস্কুল। সবদিক চিন্তা ভাবনা করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যাতে পড়ুয়াদের কোন সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা।।