ভারতের বিজেপি পরিচিত রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিঙহ রাওয়াতের পদত্যাগ। আজ হঠাৎ করে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপি পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী শ্রী তিরথ সিঙহ রাওয়াত। তিনি তার পদত্যাগ পত্র রাজ্যের রাজ্যপাল শ্রীমতী বেবি রানী মৌর্য্য কাছে পাঠিয়ে দেন। তবে কি কারণে তার পদত্যাগ করেন তা খোলসা হয়নি। তবে কিছুদিন হল উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী তিরথ সিঙহ রাওয়াত এর বিরুদ্ধে দুরনিতী, সজোনপোষন এবং একাধিক অভিযোগ আসছিল। তার উপর তিনি মাত্র চার মাস আগে মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং আর দুই মাসের মধ্যে তাকে কোন বিধান সভা থেকে জিতে আসতে হত। কারণ তিনি বিধান সভার সদস্য ছিলেন না। তাই সাঙ বিধানিক সঙ্কট দেখা দিতে পারে এমন অবস্থায় তিনি বিধান সভার থেকে জিতে আসতে অসুবিধা হবে। তাই আগে ভাগেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে তার যায়গায় কে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর হচ্ছেন তা দেখার বিষয়।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।