আনোয়ার হোসেনঃ পুরাতন জরাজীর্ণ লোহার পুলের সংস্কার জরুরী মনে করছেন এলাকাবাসী। পটুয়াখালীর গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শেরুখার বাজার এর পার্শদিয়ে বয়ে গেছে একটি খাল, জনসাধারণের চলাচলের জন্য এ লোহার পুলটি করে দেওয়া হয়েছিল দীর্ঘ প্রায় ১৫ বছর পুর্বে। একসময় এখান দিয়ে মানুষের ব্যপকভাবে যাতায়াত ছিল।