মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০৭:২৮ অপরাহ্ন
আনোয়ার হোসেনঃ পুরাতন জরাজীর্ণ লোহার পুলের সংস্কার জরুরী মনে করছেন এলাকাবাসী। পটুয়াখালীর গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শেরুখার বাজার এর পার্শদিয়ে বয়ে গেছে একটি খাল, জনসাধারণের চলাচলের জন্য এ লোহার পুলটি করে দেওয়া হয়েছিল দীর্ঘ প্রায় ১৫ বছর পুর্বে। একসময় এখান দিয়ে মানুষের ব্যপকভাবে যাতায়াত ছিল।