জেলায় কঠোর লকডাউনের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫০ জন, লোহাগড়ায় ১ জন এবং কালিয়ায় ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ৪৫ দশমিক ৭৫ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ২৯ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫০ জন।সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে রবিবার জেলার ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণের হার ছিলো ৪২ দশমিক ৩০ শতাংশ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন বাজার ও গুরত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারকে টহল দিতে দেখা গেছে। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। জেলায় প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক প্রজ্ঞাপনে লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। ১২ টার পর সকল কাঁচাবাজার বন্ধ করে দেয়া হচ্ছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।