এম এ এইচ চৌধুরী মিথুনঃকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে হরিপুর উপজেলাশ স্বেচ্ছায় কাজ করছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের পাশাপাশি হরিপুর উপজেলায় কাজ করে যাচ্ছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।
চলমান লকডাউনে চিকিৎসালয়,কলকারখানা ও জরুরি সেবা সমুহ খোলা থাকবে,বন্ধ রাখা হয়েছে আন্তঃজেলা পরিবহন ও গণপরিবহন।কঠোর লকডাউন ঘোষণার পর থেকেই মানুষ অবস্থান নিয়েছে নিজ বাস গৃহে।নিজেদের পরিবার ও পরিজন নিয়ে অধিকাংশ মানুষ যখন নিরাপদ স্থানে ঠিক তখনি জীবনের মায়া অপেক্ষা করে জাতির এই ক্রান্তিলগ্নে ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী উপজেলা হরিপুর বাসী কে সুরক্ষা ও সচেতন করতে এবং করোনা ভাইরাস রোধকল্পে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে রাস্তা-ঘাট,হাট-বাজার কিংবা রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছে নিঃস্বার্থ ভাবে।
স্বেচ্ছাসেবীদের লক্ষই হলো দেশ ও মানবতার জন্য স্বেচ্ছায় সেবা দান করা,এই স্বপ্নকে বাস্তবায়ন করতেই হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছে।উপজেলার হরিপুর বাজার,কালিগজ্ঞ বাজার,চৌরঙ্গী বাজার,কামারপুকুর সেন্টার,জাদুরাণী বাজার,কাঠালডাঙ্গী বাজার,জামুন বাজার সহ প্রায় ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০০শরও বেশি স্বেচ্ছাসেবক নিয়মিত সকাল ১০টা থেকে দুপুর ২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করছে।
স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে এবং মাক্স পরিধান করতে উৎসাহিত করেন।পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন ও অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার আহবান করে ঘরে থাকার পরামর্শ দিতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে সংগঠন গুলো।হরিপুর উন্নয়ন ফোরাম,অক্সিজেন,আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, এআর ফাউন্ডেশন,একতা ব্লাড সোসাইটি অব বাংলাদেশ, তারুণ্যের আলো,জামুন বহুমুখী স্বেচ্ছাসেবা সংগঠন,হরিপুর মানব সেবা সংগঠন,মিনাপুর আলোর পথে,তোররা ইসলামি পাঠাগার ও হরিপুর উপজেলা বাসী(ফেসবুক গ্রুপ) সহ হরিপুর উপজেলার প্রায় ১৫টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হরিপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় একযোগে কাজ করে যাচ্ছে।
এমনটাই জানিয়েছেন হরিপুর উপজেলা বাসী ফেসবুক গ্রুপের এডমিন ও স্বেচ্ছাসেবক মোঃ আসিফ ইকবাল আকাশ।
এর আগে গত ৩ জুলাই শুক্রবার বিকাল ৪ঃ৩০ মিনিটে হরিপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম উপজেলা হলরুমে হরিপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের নিয়ে এক জরুরি আলোচনা সভার আয়োজন করেন।আলোচনা সভায় চলমান লকডাউন বাস্তবায়ন এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ও লকডাউন চলাকালীন সময়ে বাজার মনিটরিং এর জন্য সকল সংগঠনগুলো কে একযোগে কাজ করতে আহবান জানান।এ সময় উপজেলা নির্বাহী অফিসার সব ধরনের সহযোগিতা প্রদানের আস্বস্ত করেন।গত ৬ই জুলাই রোজ মঙ্গবার সকাল ১১টা স্বেচ্ছাসেবক দের দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এপ্রন ও মাস্ক প্রদান করেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম।
হরিপুর উপজেলা বাসীর কল্যাণে সব ধরনের প্রতিকূল মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন গুলো নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা মহামারি ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও রেখেছে গুরুত্বপূর্ণ ভুমিকা।স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সম্মিলিত ভাবে হরিপুর বাসীর জন্য বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করছে নিয়মিত।
যেমন রাস্তা মেরামত,বৃক্ষ রোপন,স্বেচ্ছায় রক্ত দান,শিক্ষার উপকরণ বিতরণ,অসহায় মানুষের ঘর নির্মাণ করা এবং অসহায় মানুষের কন্যা বিবাহে অর্থ সহায়তা ও ক্ষুদার্থ মানুষ কে ফ্রি খাদ্য সামগ্রী প্রদান সহ নানা ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।স্বেচ্ছাসেবী দের এমন উন্নয়ন মূলক কাজের জন্য হরিপুর বাসী বেশ আনন্দিত ও উপকৃত।সামাজিক সংগঠন গুলো হরিপুর উপজেলা বাসীর জন্য অতীতে যে ভাবে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয়,আগামী দিনেও সমাজ ও মানবতার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে এমনটাই মনে করেন সুশীল সমাজ।