ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ৪২,ভাগ, মন্ত্রীর বিরুদ্ধে খুন সহ গভীর ক্রিমিনাল অভিযোগ আছে, রিপোর্ট এ ডি আরের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় মোট ৭৫,জন মন্ত্রীর মধ্যে একত্রিশ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে গভীর ক্রিমিনাল কেস এর অভিযোগ এবং বেয়াল্লিশ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে খুন সহ অন্যান্য অভিযোগ রয়েছে। এবং কেন্দ্রীয় মন্ত্রী সভার, ৭০,জন, মন্ত্রী কোটি পতি। তার মধ্যে, ১৬,জন, মন্ত্রী ১৬,কোটি, টাকার উপরে। পাচজন, ৫০,কোটি, টাকার উপরে আছে এর মধ্যে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জোতিদাদিত্যো সিন্ধিয়া ও জনবালা সহ আরো কিছু জন। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সভার বেয়াল্লিশ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে খুন সহ গভীর ক্রিমিনাল কেস আছে। তার মধ্যে পশ্চিম বাংলার কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্য শ্রী নিতীশ প্রামানিক। এবং শ্রী জনবালা বিরুদ্ধে খুনের চেষ্টা করা এমন অভিযোগ রয়েছে। এবং পঙ্কজ চৌধুরী ও ভি মুরালিধরনের বিরুদ্ধে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আছে। এবং খুনের মামলা চলছে তাদের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সভার বেয়াল্লিশ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা ও গভীর ক্রিমিনাল কেস আছে এমন অভিযোগ নিয়ে ভারতের সংসদ এ তুমুল উইচৈই বাধিয়ে দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস। এবং তৃনমূল দলের সংসদ সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন এন সি পি ও আর জে ডি এবং শিবসেনা এবং এস পি ও বি এস পি সংসদ সদস্যরা। তাদের দাবি অবিলম্বে এই দাগী মন্ত্রী সভার সদস্যদের মন্ত্রী সভা থেকে বের করে দিতে হবে। তবে আগামী ২0২৪,শে, লোকসভার কথা মাথায় রেখে এই জাম্বো মন্ত্রী সভা গঠন করেছেন। সেই সঙ্গে আগামী বছর ভারতের তিনটি বৃহৎ রাজ্যের বিধান সভা অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য পাখির চোখ সেই দিকে লক্ষ্য করে এই মন্ত্রী সভা গঠন করা হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ধারণা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।