ঢাকা ১৪ আগস্ট ২০১৮: অবিলম্বে বঙ্গবন্ধু ও তার স্বপরিবারে হত্যাকারী পলাতক খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি করা হয়েছে । জাতীয় শোক দিবস উপলক্ষে বিএমএসএফ’র আয়োজনে ষড়যন্ত্র, চক্রান্ত ও হত্যাকান্ড শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি করেন। মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত শোক সভায় নেতৃবৃন্দ এই দাবি করেন।
বিএমএসএফ’র সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন উপদেস্টা এ্যাড: কাওসার হোসাইন, সেভ দ্যা রোড’র প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, বিএমএসএফ’র স্থায়ী কমিটির সদস্য জসিম মাহমুদ, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন জুয়েল, সহ-সম্পাদক এসএম জীবন, উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, অডিও সম্পাদক লাভলী আকতার, ঢাকা জেলা কমিটির উপদেস্টা কলিম এম জায়েদী, সহ-সভাপতি মশিউর রহমান সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল ভুইয়া, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ ও মো: আবু বকর প্রমুখ।
শোক সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবারে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করা হয়।