আজ ১২ জুলাই সোমবার রাত ৯টায় জুম মিটিংয়ের মাধ্যমে নিম্মোক্ত ২০ টি শাখা সমুহের সাংগঠনিক কোড নাম্বার প্রদান করা হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা, গাজীপুর, শ্রীপুর, ময়মনসিংহ, ভালুকা, নান্দাইল, রাজশাহী, সাতক্ষীরা, ভান্ডারিয়া, ইন্দুরকানি, মঠবাড়িয়া, রাজাপুর, পটুয়াখালী, দুমকি,মির্জাগঞ্জ,রাঙ্গাবালী, কলাপাড়া, কুয়াকাটা, বাউফল ও নরসিংদী শাখা কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে নিম্মোক্ত লিঙ্কে ক্লিক করে অংশগ্রহণ করার জন্য আহবান করা যাচ্ছে।
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87294460353?pwd=RDIyZ2NnY1JBeVJ6VFhkQW9PMU13UT09
পর্যায়ক্রমে বিএমএসএফের সকল সাংগঠনিক শাখাকে কোড নাম্বারের আওতায় আনা হবে। মিটিংয়ে উল্লেখিত শাখাসমুহ ছাড়াও যেকোন শাখার সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নিতে পারবেন।