নিহত মাজেদা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। সে নলতা শরীফ গ্রামের আবু মুসার পুত্র হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো। ঘটনাটি ঘটেছে, ১৩ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা নলতা শরীফ গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় ১টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহতের স্বামী আশরাফুল ইসলাম জানান, সকালে তার স্ত্রী এক সন্তানের জননী মাজেদা খাতুন ব্লেন্ডারে মসলা গুড়া করার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ব্লেন্ডারের ভেতরের পাখায় হাত দিয়ে দেখতে গেলে ঘটনাস্থলেই তার স্ত্রী মৃত্যুবরণ করেন।