মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দ সেতুর মেরামতের কাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি । সরেজমিনে দেখা যায়, মহাসড়কটির শিমরাইল মোড় থেকে লাঙ্গলবন্দ সেতুর পশ্চিমপাড় এবং লাঙ্গলবন্দ সেতুর পূর্বপাড় থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে। মদনপুর-নবীগঞ্জ ও মোগড়াপাড়া চৌরাস্তা সড়কে দুর্বিষহ যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মূলত ঢাকা-সিলেট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া কাঁচপুর থেকে ভুলতা পর্যন্তও প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।
এদিকে, সোমবার (১২ জুলাই) রাত ১০টা থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৩৮ ঘণ্টা লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সময়ে ভারী যানবাহনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এড়িয়ে ঢাকা-সিলেট সড়কের ব্রাহ্মণবাড়িয়া সড়কটি এবং হালকা যানবাহনকে মদনপুর-নবীগঞ্জ চৌরাস্তা দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে। তবে অনেক গাড়ির চালকই বিষয়টি শোনেননি বলে জানান।
ফলে ব্যক্তিগত গাড়ি ও মালবাহী ট্রাক লাঙ্গলবন্দ সেতু দিয়ে পার হতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরং বিকল্প সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিকল্প সড়কে হালকা যানবাহন চলাচলের জন্য বলা হয়েছে। কিন্তু সরু রাস্তায় ভারী ও মালবাহী যানবাহন ঢুকে পড়ায় এবং কে কার আগে যাবে এমন প্রতিযোগিতার কারণে বিকল্প সড়কেও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।