পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
করোনাভাইরাস এর শুরু থেকে এই প্রথম গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ ৮১ জন করোনায় শনাক্ত বা আক্রান্ত হয়েছে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর আলম শিপন। তাছাড়া পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত বা শনাক্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু না হলেও এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৬০ জন।
এছাড়াও সিভিল সার্জন আরো জানান যে, গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩৪ জন। এছাড়া কলাপাড়া ১৬ জন, দশমিনা ১৩ জন, বাউফল ৯ জন, দুমকি ৪ জন ও মির্জাগঞ্জ ১ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট পজেটিভ দুই হাজার ৯৭২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৫৩০ জন। এর মধ্যে হাসপাতালে ৪৬ জন, হোমে ৪৮৪ জন।
তাছাড়া এ পর্যন্ত ২৪২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।