আশফাক আহমদ,বাহরাইন :- বাংলাদেশ সোসাইটি বাহরাইন ও এসটার মেডিকেলের সাথে “বিশেষ মূল্যে” পি সি আর করোনা পরীক্ষার জন্য গতকাল এসটার মেডিকেল সেন্টারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।জানা যায়,যে সকল বাংলাদেশী প্রবাসী বাহরাইন থেকে বাংলাদেশে ভ্রমণ করবেন শুধু তাদেরকে এই বিশেষ মূল্যে বাংলাদেশ সোসাইটির মাধ্যমে এসটার মেডিকেল সেন্টার করোনা ভাইরাস পরীক্ষা করে দেবে।বাংলাদেশী প্রবাসীদের স্বল্প খরচে পি সি আর পরীক্ষার কথা মাথার রেখে সোসাইটি এই উদ্যোগটি গ্রহন করেন। উক্ত সাক্ষরিত অনুষ্ঠানে সোসাইটির কেন্দ্রীয় সভাপতি জনাব আসিফ আহম্মেদ ও এসটার মেডিকেলের উর্ধতন কর্মকর্তা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি জনাব মাজহারুল হক নয়ন,সমাজ কল্যাণ সম্পাদক জনাব আব্দুল মোমিন,হুরা টিমের সভাপতি জনাব হাশেম রানা ও মেডিকেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসটার কর্মকর্তা সোসাইটির এই মহৎ কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটির সাথে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।