মোঃ আবু তৈয়ব:সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পদমর্যাদার পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি । পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে জনপ্রিয়তা অর্জন করেছে তিনি । স্কুল,কলেজ, শ্রমজীবী, সামাজিক রাজনৈতিক , অরাজনৈতিক , প্রশাসনিক , স্বেচ্ছাসেবী সংগঠন হতে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অব্যহত রয়েছে প্রতিদিন । দূর দূরান্ত থেকে সাক্ষাত করতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি , তিনি সকল শ্রেনীর পেশার মানুষদের সমান চোখে দেখেন এবং যে কারো সাথে সময় দিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজে নজর রাখছেন ।
এবং পার্বত্য অঞ্চলকে ভবিষ্যতে আরও উন্নত করার লক্ষ্যে সকল কে কাজ করতে আহ্বান জানান। এবং যে সকল অঞ্চল এখনও উন্নয়নে পিছিয়ে আছে ঐ সব অঞ্চলকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে খুব শিগগিরই উন্নয়নের আওতায় আনা হবে বলেন তিনি ।