সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সোনারগাঁও উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম রাসেল। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তার এই মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সোনারগাঁ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম রাসেল এ শোক প্রকাশ করেছেন।
তিনি শোক বার্তায় সোনারগাঁয়ের রাজনীতির এই বর্ষিয়ান নেতা ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।