হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোসাইটির ঢাকা’র উদ্যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ পৃথক তিনটি প্রতিষ্ঠানে ১০টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে কালিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি বক্তব্যে বলেন বর্তমান করোনাকালীন সময়ে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণে অবদান রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। কালিগঞ্জ হাসপাতালে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটি অক্সিজেন সিলেন্ডার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। এমনিভাবে যে যেখানে রয়েছেন সকলে দেশের জন্যে কাজ করতে হবে। অক্সিজেন সিলেন্ডার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন কালিগঞ্জ হাসপাতালের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্র সোসাইটি’র সদস্য এস এম মাজহারুল আনোয়ার প্রমুখ। নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির উদ্যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, নলতা চক্ষু হাসপাতালে ৩টি, নলতা হাসপাতালে ২টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও ১০ টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হবে বলে জানান সোসাইটি কর্তৃপক্ষ।