সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও সাবেক ছাত্রদের সুসম্পর্ক যেন মনে হচ্ছে আনন্দের ঈদ উৎসব। সাবেক ছাত্ররা শিক্ষকদের পেয়ে যেনো মহা খুশি, তেমনি শিক্ষকরাও সাবেক ছাত্রদের পেয়ে খুশি এবং ছাত্রদেরকে কিছু দিক নির্দেশনা মূলক কথা বললেন এবং তাদের জন্য দোয়া করে দিলেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ (হবি), সিনিয়র শিক্ষক আহসান কবির টুটুল,সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন,আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির নেওয়াজ রাজ, ঢাকা বিভাগীয় সমন্বয়কারী শেখ বিল্লাল হোসেন সামী,সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সাইফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার,মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি সোহাগ হোসেন প্রমুখ।