ইন্টারনেটে খুঁজলে তাঁকে এবং অন্য রিপাবলিকানদের নিয়ে বেশির ভাগ নেতিবাচক খবরই দেখতে পাওয়া যায় বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তাই ইন্টারনেটে অন্যতম সার্চ ইঞ্জিন ‘গুগল’কেই নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যা জানার পরে ডেমোক্র্যাটদের অনেকে বলছেন, ইন্টারনেটে বাগ্স্বাধীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে মার্কিন সরকার। মঙ্গলবার টুইটে প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প সংক্রান্ত কিছু খুঁজতে গেলেই বেছে বেছে যে খবর বা মন্তব্য জমা হয়, (তাঁর ভাষায় ‘রিগ্ড রেজ়াল্ট’) তার বেশির ভাগই বাজে।’ গুগল অভিযোগ উড়িয়ে বলেছে, তারা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট খবর দেখায় না। যদিও ট্রাম্পের মতে, ‘‘গুগল, টুইটার, ফেসবুক— প্রত্যেকেই সমস্যাসঙ্কুল পথে পা বাড়াচ্ছে। ওদের সতর্ক হওয়া উচিত। জনতার পক্ষে এটা ভাল নয়।’’ প্রেসিডেন্টের শীর্ষ আর্থিক উপদেষ্টা ল্যারি কাডলো বলেছেন, গুগলকে কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করছে হোয়াইট হাউস।