বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্মানিত সচিব জনাব আব্দুল মান্নান জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক পাওয়াই উপসচিব আলমগীর হোসেন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আলমগীর হোসেন বলেন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এর আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ” বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (প্রথম পর্যায়)” শীর্ষক প্রকল্প ২০২১ সালে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাতিষ্ঠানিকভাবে জনপ্রশাসন পদক প্রাপ্ত হয়েছে। জনাব মো. আবদুল মান্নান, সম্মানিত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনাব আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি মহোদয় থেকে এ সম্মাননা গ্রহণ করেন৷ ওসমানী মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী এমপি, তাঁত বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলম এবং প্রকল্প পরিচালক।