হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের পল্লীতে শহীদ জাহেদা’র ২৩ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টায় ভাচ্যুয়াল মিটিং, জাহেদানগর সরদার মার্কেট জামে মসজিদে বেলা ১২ টা হতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিকাল সাড়ে পাঁচটায় আসরের নামাজবাদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সংগ্রামী সভাপতি আলহাজ্ব ওয়াহাব আলী সরদার এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমিহীন আন্দোলনের অন্যতম নেতা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাপ্পী, ভুমিহীন নেতা মোশারাফ হোসেন, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জায়েদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক। স্মৃতিচারণ সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জায়েদানগর সরদার মার্কেট জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আজিজুর রহমান।
উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ২৭ শে জুলাই ভুমিহীনদের স্বার্থরক্ষার আন্দোলনে ভুমিদস্যু সন্ত্রাসীদের গুলিতে জাহেদা খাতুন শাহাদৎ বরণ করেন।