লিয়াকত রাজশাহী ব্যুরোঃ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন গ্রহণের উদ্বুদ্ধকরণ। জেলা কমান্ড্যান্ট ও পরিচালক ৪ আনসার ব্যাটালিয়ন রাজশাহী মোঃ মেহেদী হাসান পি এ এম স্যারের সার্বিক দিক নির্দেশনায় ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, ১৮ ওয়ার্ড কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন।বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুন্নবী,।মুহাম্মদ রকিবুল হাসান, থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা বোয়ালিয়া,মহানগর রাজশাহী। মোঃ নুর হোসেন, থানা আনসার কোম্পানী কমান্ডার, শাহমখদুম, মহানগর রাজশাহী। রোজিনা পারভীন( ছবি), থানা আনসার প্লাটুন কমান্ডার (মহিলা), শাহমখদুম রাজশাহী। মরিয়ম , থানা সহকারী আনসার প্লাটুন কমান্ডার (মহিলা), শাহমখদুম রাজশাহী। মোঃমোহন আলী, ১৮ নং ওয়ার্ড ভিডিপি দলনেতা, আনসার ও ভিডিপি, রাজশাহী। মাহাবুব, ১৭ নং ওয়ার্ড ভিডিপি দলনেতা, আনসার ও ভিডিপি, রাজশাহী।
সার্বিক সহায়তায় মোঃ শহিদুল ইসলাম, ১৮ ওয়ার্ড কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন।
এছাড়াও সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে রাজশাহী মহানগরীর ৪ থানার আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা-নেত্রীরা।
রাজশাহী মহানগরীর ৩০ টা ওয়ার্ড পর্যাক্রমে কাজ চালিয়ে যাবো। ১ টি ওয়ার্ড ২দিন করে ৩০ টি ওয়ার্ড কাজ পরিচালনা করবো। ৩০ টি ওয়ার্ড প্রতিদিন ১ হাজার করে ২ দিনে ৬০ হাজার মানুষকে রেজিষ্ট্রেশন এর আওতায় আনবো যদি কোন ওয়ার্ড বেশি দিন লাগে তাও করা যাবে।
সাথে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের মধ্যে সচেতন করা।