লিয়াকত রাজশাহী ব্যুরোঃ গতকাল বুধবার রাত্রি ৮.৩০ টার সময় র্যাব ৫ এর একটি টিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ মোঃ জুয়েল রানা (১৯) কে গ্রেফতার করে। সে কাটাখালী থানার দেওয়ানপাড়া গ্রামের জিয়াউর রহমান এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর গ্রামস্থ (২৫ নং ওয়ার্ড) খাদেমুল মসজিদ সংলগ্ন মোঃ মিনারুল ইসলাম (৩৩), পিতা-মোঃ তাজুল ইসলাম এর মুদি দোকানের সামনে দক্ষিণ পাশের্ব ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদ এর ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে করিয়া গতকাল বুধবার রাত্রী ০৭.৫০ মিনিটের সময় সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর গ্রামস্থ (২৫ নং ওয়ার্ড) খাদেমুল মসজিদ সংলগ্ন জনৈক মোঃ মিনারুল ইসলাম (৩৩), পিতা-মোঃ তাজুল ইসলাম এর মুদি দোকানের সামনে দক্ষিণ পাশের্ব পাকা রাস্তার উপর পেঁৗছামাত্র র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি তাহার দখলে থাকা ০২টি খাকী রংয়ের কার্টুন রেখে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ২৪ (খ) ধারার মামলা রুজু করা হয়েছে।