এসময় তার কাছে থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি অটোভ্যান, ০১ টি মোবাইল,০২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
উক্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলমপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় -গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৫নং রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড়ের দিকে একজন ব্যক্তি মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ বিকেল ০৫.৫০ মিনিটের সময় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৫নং রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড়ের চেকপোষ্ট পরিচালনা করি। চেকপোষ্ট পরিচালনার সময় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৫নং রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড়ের দিকে ০১ টি সবুজ রংয়ের ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট ভ্যান ঘটনাস্থলে আসিলে থামানোর সংকেত দেওয়ামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে চালকসহ ব্যাটারী চালিত ভ্যানটি আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে নওগঁা জেলার নিয়ামতপুর থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯ অ ধারায় মামলা রুজু করা হয়েছে।