মোঃ রাজীব হোসেন, গত ২৭ এপ্রিল রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলা বরকলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদেন মোঃ জুয়েল রানা।
যোগদানের শুরু থেকেই কর্মব্যস্ততায় দিন পার করছেন তিনি।
বৈশ্বিক মহামারী কোভিড ১৯ মোকাবিলায় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিনিয়তই চালাচ্ছেন প্রচারণা। বরকল উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ কিভাবে আছেন কি করছেন তাদের দিকে নজরদারির কমতি নেই।
এরই মধ্যে বরকলে কোভিড ১৯ জন পজিটিভ হয়, আক্রান্তদের হোম করেন্টাই নিশ্চত করণ সার্বিক সহযোগিতায় ও রাখছেন নজরদারি।
বরকলে পাঁচটি ইউনিয়নে সরকারী সকল পর্যায়ের সেবা নিশ্চিত করণেও তৎপর ইউএনও মোঃ জুয়েল রানা।