আজ সকালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোশাররফ আদ্বুল গনি গাড অফ অনার কালে গনমাধ্যমে জানিয়েছেন যে, আজকের যে সারা আফগানিস্তানে, অশান্তি ও অরজগোতা সূস্টি হয়েছে তার জন্য পুরো দায়ী আমেরিকার শান্তি চুক্তি স্বাক্ষর তালিবান মিলিয়েশিয়ার সাথে। তিনি অক্ষেপ করে বলেন যে, বর্তমান পরিস্তিতিতে সারা আফগানিস্তানের প্রায় আশি ভাগ এলাকা দখল করে নিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হল কান্দাহার ও মাজাই শরিফ ও জালালাবাদ এবং হিন মন্দ প্রদেশ। এবং পাকিস্তানের সীমান্ত ও ইরানের সীমান্ত এলাকা। আজ আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের পাশে একটি নিরাপত্তা এলাকায় গাড অফ অনার দেয় আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। এই অনুষ্ঠান শেষে আফগানিস্তান প্রেসিডেন্ট ভাষন দেন আফগানিস্তানের পার্লামেন্ট হাউসে। সেখানে বলেন আজ আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ। এই মাসের মধ্যে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক বাহিনী দেশ ছেড়ে চলে গেলে কাবুল দখল মাত্র সময়ের অপেক্ষা। আজ আফগানিস্তানের পরিস্থিতি যা দাড়িয়েছে তার ফল সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। ইতিমধ্যে আফগানিস্তানের আশি ভাগ যায়গায় দখল নিয়েছে। তবে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা তালিবান মিলেশিয়ার বিরুদ্ধে যুদ্ধ তিব্র করে নিয়েছে। তাদের প্রতিহত করতে আকাশ পথে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে তালিবান মিলেশিয়ার সদস্যরা কাবুল ও আরো কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।