লিয়াকত রাজশাহী ব্যুরোঃ বুধবার ( ০৪ আগস্ট) ০৩..৩০ মিনিটের সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আলিফ লাম মীম ভাটার মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলো, রাজীব মিয়া (২৮ ), পিতা-মোঃ মোক্তার আলী, সাং-শেখহাটি, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর।
ঘটনা সুত্রে জানা যায়
-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন ভাটার মোড়ে বিমান চত্বরের সম্মুখে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়া অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে একই তারিখে ০৩.৩০ মিনিটের সময় রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন ভাটারমোড়ে বিমান চত্বরের সামনে পৌছালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন ভাটারমোড়ে বিমান চত্বরের উত্তর পাশের্বর রাস্তার ফুটপাতের উপর থেকে রাজীব মিয়াকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে শাহমখদুম থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯ অ ধারায় মামলা রুজু করা হয়েছে।