পিছিয়ে পড়া মানুষের অধিকার বিল পাস করাতে সরকার কে পূর্ণ সমর্থন বিরোধীদের।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গতকাল গভীর রাতে কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধী দলের লোকসভা ও রাজ্যে সভার সদস্যদের মধ্যে বৈঠকে ঠিক করা হয়েছে চলতি বাদল অধিবেশনে ভারতের পিছিয়ে পড়া মানুষের অধিকার বিল অথাৎ ও বি সি বাল পাশ করাতে হবে। তার জন্য ভারতের লোকসভা ও রাজ্যে সভার বিরোধী দলের সদস্যদের সমর্থন দরকার। এই নিয়ে গতকাল গভীর রাতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে বিরোধী দলের সদস্যদের বৈঠক হয়। এই বৈঠকে মোট চোদ্দোটি দলের সংসদ সদস্য হাজির ছিলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শ্রী রাহুল গান্ধী ও রাজ্যে সভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে এবং তৃনমূল দলের নেতা ও সংসদ সদস্য শ্রী প্রসুন ব্যানার্জী এবং জনতা দল সেকুলার পাটির সংসদ সদস্য মনোজ সিঙ সহ শিবসেনা এন সি পি ও আর জে ডি এবং জে এম এম ও ডি এম কে এবং এডিএমকে ইউ ডি এল এফ ন্যাশনাল কনফারেন্স পি ডি এইচ সি পি আই এম সি পি আই এবং আর এস পি এবং বিজেপি র সংসদ সদস্যরা হাজির ছিলেন। সবাই মিলে একমত হন যে কোন বিরোধীতা ছাড়াই সংসদের চলতি বাদল অধিবেশনে এই ও বি সি বিল পাস করা হবে। এই ব্যাপারে সকল দলের সংসদ সদস্যদের সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।