মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়েছে।
রবিবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি রশির সাহায্যে প্রথমে পতাকা দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।দিনের শেষে যখন নামাতে হবে, তখন পতাকাটি আবারও দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপরে ধীরে ধীরে নামাতে হবে।ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানসম্মত কাপড়ে যথানিয়মে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।