আফগানিস্তানের তুমুল যুদ্ধের মাঝে আমেরিকার নাগরিকদের কাবুল ছাড়তে নির্দেশ, প্রেসিডেন্ট জো বাইডেনের।। আজ আফগানিস্তানের উত্তর অঞ্চলের প্রদেশ সামান্ঘানের রাজধানী আইবাদ দখল করে নিল তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। আফগানিস্তানের উত্তর অঞ্চলের প্রদেশ সামান্ঘানের রাজধানী আইবাদ দখল করতে গিয়ে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের সাথে তুমুল লড়াই শুরু হয় আফগানিস্তানের তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের। আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা দফায় দফায় সংঘর্ষ শুরু হয় আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের উপর ভারী কামান ও আকাশ থেকে বোমারু বিমান থেকে গোলাগুলির শুরু করে। তাতে প্রায় তিন শতাধিক তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধা নিহত হয়। কিন্তু তাতে দোমানো যায়নি। বিশাল এলাকা জুড়ে আসতে শুরু করে কাতারে কাতারে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং দীর্ঘ সময় লড়াই চালিয়ে যাওয়ার পর পিছু হটে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। এবং তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা লাইট মেশিন গান ও ভারী কামান এবং মাটার ও রকেট লঞ্চার নিয়ে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের উপর ঝাপিয়ে পড়ে। তাতে পিছু হটে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। আজ আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের উপর যখন লড়াই শুরু হয় তখন দেখা যায় তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের মধ্যে প্রমিলা বাহিনী সদস্যরা। তারা তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সঙ্গে সমান তালে যুদ্ধ করেন। আজ আফগানিস্তানের এই ভয়াবহ যুদ্ধ পরিস্তিতিতে আমেরিকার সব নাগরিক কে কাবুল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আজ আফগানিস্তানের ছয়টি প্রধান শহর ও প্রদেশ নিজেদের দখলে নিয়েছে। তবে তুমুল লড়াই পরিস্তিতিতে আফগানিস্তানের সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। পথে পথে সামনাসামনি লড়াই চলছে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের সাথে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের। বারুদের গন্ধে আকাশ বাতাসে ভেসে ওঠে ও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যতদিন যাচ্ছে ততই আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা পিছু হটতে শুরু করেছে। সামনে দিকে অগ্রসর হতে শুরু করেছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা।।