তালিবান মিলিয়শিয়া সরকারের সমর্থন করার অপরাধে ভারতের যোগী রাজ্যে এ সমাজ বাদী পাটির পার্লামেন্ট সদস্যোর বিরুদ্ধে মামলা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। বিশ্বের একের পর এক দেশ যখন আফগানিস্তানের বর্তমান তালিবান মিলিয়শিয়ার সরকারের সমর্থন করতে শুরু করে দিয়েছে তখন আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার সরকারের পক্ষে মুখ খোলার অপরাধে ভারতের পার্লামেন্ট এর সদস্য ও ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা জনাব সাফীকুর রহমান বুকি বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ আফগানিস্তানের তালিবান মিলিয়শিয়ার যোদ্ধারা কাবুল দখল করেন তখন আফগানিস্তানের বহু তালিবান মিলিয়শিয়ার যোদ্ধাদের বিরোধী দলের নেতা ও সামরিক বাহিনীর সদস্যরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন তখন এমন একটি মন্তব্য সমর্থন করে না বিজেপির সরকার। গতকাল ভারতের জাতীয় পার্লামেন্ট সদস্য জনাব সাদিকুর রহমান বুকি বলেন যে অবশেষে আল্লাহর রহমতে জালেম শক্তি কে ও শয়তানের সমর্থন করা সরকারের অবসান ঘটিয়ে সেখানে শরিয়তের আইন চালু হতে চলেছে তাঁর জন্য তালিবান মিলিয়শিয়ার সরকার কে ধন্যবাদ জানিয়েছেন। এই খবর যখন ভারতের উত্তর প্রদেশের বিজেপির রাজ্য যোগী আদিত্যনাথের সরকার কানে পৌঁছে তখন ঔ সমাজ বাদী পাটির পার্লামেন্ট সদস্য এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে আজ ভারতের ক্যাবিনেট বৈঠকে ভারত সরকার ঘোষণা করেন যে আফগানিস্তানের যে সমস্ত মানুষ ভারতে আসতে চান তাদের জন্য এন্টি ভিসা আবেদন করতে বলেন। তাদের কে সামাজিক ও অর্থনৈতিক সাহায্য করবে ভারত। ইতিমধ্যে আফগানিস্তান ছেড়ে বহু আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাদেরকে নিরপদে ভারতে আশ্রয় গ্রহণ করতে দেওয়া হয়েছে।।